মাইক্রোসফট টিমসের কিছু সুবিধা প্রিমিয়াম সংস্করণে সরিয়ে নিচ্ছে সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট। এর মাধ্যমে সুবিধাগুলো আরো ব্যয়বহুল হয়ে উঠবে ব্যবহারকারীর জন্য। বিশেষ সুবিধা হিসেবে থাকবে সরাসরি অনূদিত ক্যাপশন, কাস্টম টুগেদার মোড সিন ও ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট। খবর দ্য ভার্জ।
গত মাস থেকেই মাইক্রোসফট টিমস প্রিমিয়াম ৩০ দিনের ট্রায়ালে ছিল। মাসের শেষ দিকে লাইসেন্সের নীতিমালায় পরিবর্তন এনেছে কোম্পানিটি। জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে টিমস প্রিমিয়াম সংস্করণ উন্মুক্ত করার কথা। নতুন টিমসের অন্তর্ভুক্ত কিছু সুবিধাকে টিমস প্রিমিয়ামে সরিয়ে নেয়া হবে। অবশ্য তার পরও নিয়মিত গ্রাহকেরা পরবর্তী ৩০ দিন সুবিধা নিতে পারবে। মাইক্রোসফটের লাইসেন্স আপডেটে বলা হয়েছে, ৩০ দিন পর গ্রাহকেরা বিশেষ টিমস লাইসেন্সের অধীনে বিশেষ সুবিধাগুলো আর ব্যবহার করতে পারবে না। করতে চাইলে প্রিমিয়াম গ্রাহক হতে হবে।