২০২২ সালে বিভিন্ন ক্রিপ্টোমুদ্রার ‘অবৈধ ব্যবহারের’ পরিমাণ গিয়ে ঠেকেছে রেকর্ড দুই হাজার ১০ কোটি ডলারে।
মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানির লেনদেন ‘আকাশচুম্বী’ অবস্থানে চলে যাওয়ায় এমনটি ঘটার কথা বৃহস্পতিবার উঠে এসেছে ব্লকচেইন বিশ্লেষক কোম্পানি ‘চেইনঅ্যানালিসিসের’ প্রতিবেদনে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ক্রিপ্টোর বাজার বেশ ঘটনাবহুল ছিল। কারণ, এতে ‘ঝুঁকির ক্ষুধা’ কমে আসায় অনেক ক্রিপ্টো কোম্পানিই ধসের মুখে পড়ে। এর ফলে, বিনিয়োগকারীরা বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েন ও গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে এগিয়ে আসতে হয়েছিল।