বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় এশিয়ার মধ্যে একমাত্র নাম আছে বলিউড বাদশা খ্যাত তারকা অভিনেতা শাহরুখ খানের! ‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স’ এর ডাটা অনুযায়ি শীর্ষ চারে তার অবস্থান! বলিউডে শাহরুখের তিন দশকের ক্যারিয়ার। নব্বইয়ের শুরু থেকেই ভারতীয় দর্শকদের মনে গেঁথে রয়েছেন এই তারকা। ধীরে ধীরে ভারতের গণ্ডি ছাড়িয়ে তার জনপ্রিয়তা পৌঁছে গেছে বিশ্বময়!
বেড়েছে আয়ও! শুধু ভারত নয়, বিশ্বের তাবৎ অভিনেতাদের পেছনে ফেলে ক্রমাগত এগিয়ে গেছেন শাহরুখ। তারই দৃষ্টান্ত এই পরিসংখ্যান। জানা গেলো তার মোট সম্পদের হিসেবেও! শীর্ষ ধনী অভিনেতাদের নামের তালিকায় শাহরুখ যেখানে চার নম্বরে, সেখানে আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড দখল করেছেন প্রথম স্থান।