জনগণের কাছে গ্রহণযোগ্যদেরই মনোনয়ন দিতে হবে

আজকের পত্রিকা মোনায়েম সরকার প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১৫:৫২

একটি নতুন প্রকাশিত জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্যদের ১০০ জন নতুন করে মনোনয়ন না পাওয়ার ঝুঁকিতে রয়েছেন। উক্ত সংবাদপত্রে তাঁদের অনেকের নামও প্রকাশ করা হয়েছে এবং কী কারণে তাঁরা মনোনয়ন না পেতে পারেন, তার কিছু সম্ভাব্য কারণও বর্ণনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, নির্বাচনী এলাকার ভোটার, জনসাধারণ এমনকি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগহীনতা। আরও আছে স্থানীয় সরকার নির্বাচনে নেতিবাচক ভূমিকা পালন করে দলকে ক্ষতিগ্রস্ত করার রেকর্ড, বিতর্কিত ভূমিকা গ্রহণ করে দল ও সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার মতো কাজ। বিগত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদের সব আসনে প্রার্থী দেয়নি।


কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছিল জোটসঙ্গীদের। কিছু আসনে হয়েছিল জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে অংশ নেবে, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। তা ছাড়া, নির্বাচনের এখনো প্রায় এক বছর বাকি। এ অবস্থায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বভাবতই ৩০০ আসন সামনে রেখেই দলীয়ভাবে কাদের মনোনয়ন দেওয়া যায়, তা বিবেচনা করে দেখছেন। বিভিন্নভাবে তিনি খোঁজখবর নিয়ে দেখবেন, সেটাই স্বাভাবিক। সাংগঠনিকভাবে খোঁজ নেওয়ার পাশাপাশি নিজস্ব উপায়েও বরাবর খোঁজ নিয়ে থাকেন তিনি। দলে যাঁরা ঘনিষ্ঠ ও বিশ্বস্ত, তাঁদের সঙ্গেও তিনি পরামর্শ করেন বলে জানি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us