বিজেপি সরকার গোটা ভারতের উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
তিনি বলেন, আগে দেশে মাত্র একটি এইমস (লক্ষ্য) ছিল।
এখন তা বাড়িয়ে ২৩টি করা হয়েছে। একইভাবে দেশের মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ইঞ্জনিয়ারিং কলেজের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।
২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির উদ্যোগে জনবিশ্বাস যাত্রার আয়োজন করা হয়। গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই যাত্রার সমাপ্তি হয় বৃহস্পতিবার (১২ জানুয়ারি)।
এ উপলক্ষ্যে আগরতলার উমাকান্ত একাডেমি মাঠে আয়োজিত এক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন জে পি নাড্ডা।