শিক্ষক-কর্মচারী নিয়োগে ভিকারুননিসায় বিশৃঙ্খলা, ১৯ জনের বেতন বন্ধ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১১:১০

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেয়াদ শেষ হওয়া অ্যাডহক কমিটির ৬৯ শিক্ষক-কর্মচারী নিয়োগের ঘটনায় প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইতোমধ্যে নিয়োগ পাওয়া ১৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করা হয়েছে। অন্যদিকে অবৈধ সুবিধা নিয়ে অ্যাডহক কমিটির একাধিক শাখা প্রধান নিয়োগ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এসব অবৈধ নিয়োগ বৈধ করতে কমিটির প্রথম সভা বসছে শুক্রবার (১৩ জানুয়ারি)।


অভিযোগে জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আগের অ্যাডহক কমিটি ৬৯ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ করেছে।  এই নিয়োগ অবৈধ উল্লেখ করে সমালোচনা করছেন অভিভাবক ফোরাম ও সংশ্লিষ্টরা।  বিধিবিধান অনুযায়ী অ্যাডহক কমিটির নিয়োগ কিংবা বরখাস্ত করার ক্ষমতা নেই। অথচ রুটিন দায়িত্ব পালনের এই সময়ে ৬৯ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছে কমিটি। শুধু তাই নয়, শাখা প্রধানও নিয়োগ দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরে লিখিত অভিযোগ করে তদন্ত দাবি করেছেন একজন অভিভাবক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us