শ্রীলঙ্কার ঋণের মেয়াদ আরও ৬ মাস বাড়ল

সমকাল প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১০:০৫

সংকটে থাকা শ্রীলঙ্কার ঋণের মেয়াদ আরও ৬ মাস বাড়াল বাংলাদেশ ব্যাংক। এতে আগামী মার্চের পরিবর্তে ঋণ পরিশোধে সেপ্টেম্বর পর্যন্ত সময় পেল দেশটি। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের গতকালের সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছরমেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে দু'দফা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাবে বাংলাদেশ।


বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য পরিচালক, ডেপুটি গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকালের বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি বিবৃতি অনুমোদন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us