সড়ক যেন মরণফাঁদ

দৈনিক আমাদের সময় ইকবাল খন্দকার প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:১৬

আমাদের প্রচুর সংকট। এটি নেই, সেটি নেই, ওটি নেই। কিন্তু সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ উল্টো। এখানে কোনো সংকট নেই। সড়ক থেকে রোজই প্রচুর দুর্ঘটনা ‘পাচ্ছি’ আমরা। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে দৈনিক দুর্ঘটনার সংখ্যা। এক সময় কলেরায় প্রচুর মানুষ মারা গেছে। যক্ষ্মাসহ অন্যান্য রোগেও কম মৃত্যু হয়নি। সবশেষে করোনায় মারা গেল স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। কিন্তু এখন সেই মৃত্যুর ধারাটা অব্যাহত নেই।


নানা চেষ্টা, প্রচেষ্টা আর গৃহীত পদক্ষেপের বদৌলতে এখন আমরা মৃত্যুশূন্য দিন পার করছি। অথচ সড়ক দুর্ঘটনার কোনো প্রতিকারই আমরা আবিষ্কার করতে পারিনি। একবার একজন বলেছিলেন, কলেরা, যক্ষ্মা, করোনা- এগুলো হচ্ছে সিজনাল রোগ। আর সড়ক দুর্ঘটনা বারোমাসি রোগ। এই রোগের টিকা জীবনেও কেউ আবিষ্কার করতে পারবে না। ভদ্রলোক কথাটা হাসির ছলে বললেও এটিই সত্য, আমাদের সড়ক কখনই শুকাবে না। সব সময় তাজা রক্তে ভেজা থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us