অগ্রসর চিপে ভর করে গত বছরের শেষ প্রান্তিকে চাঙ্গা মুনাফা করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। ১২ জানুয়ারি প্রকাশিত আয়-ব্যয়ের প্রতিবেদনে টিএসএমসি জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের মুনাফা ৭৮ শতাংশ বেড়েছে, যা প্রাক্কলনের চেয়েও বেশি। খবর রয়টার্স।
ভোক্তা চাহিদায় শ্লথগতিতে বৈশ্বিক প্রযুক্তি খাত যেখানে ধুঁকছে সেখানে ব্যতিক্রম টিএসএমসি। প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের মুনাফা আট বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে। মেমোরি চিপের মূল্যহ্রাস ও ইলেকট্রনিক ডিভাইসের চাহিদা কমায় প্রযুক্তি খাতের জন্য চ্যালেঞ্জিং ছিল ২০২২ সালের চতুর্থ প্রান্তিক। অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টের জন্য অগ্রসর প্রযুক্তির চিপ সরবরাহ করে মন্দা এড়িয়েছে টিএসএমসি। তার পরও চলমান পরিস্থিতি বিবেচনায় ২০২৩ সালে মূলধন ব্যয় কমানোর পরিকল্পনা জানিয়েছে তাইওয়ানভিত্তিক কোম্পানিটি।