ভোগান্তির আরেক নাম ছিল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। উত্তরের এই পথে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো গাড়িচালক ও যাত্রীদের। এই ভোগান্তি নিত্যদিনের। অবশেষে এই মহাসড়ক চার লেন হওয়ার মধ্য দিয়ে শেষ হচ্ছে দীর্ঘদিনের ভোগান্তি, মিলছে স্বস্তি।
স্থানীয় সূত্র জানায়, যানজটে আটকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাতায়াতকারীদের। গত ঈদেও এই মহাসড়কে অসহনীয় যানজট ছিল। চন্দ্রা থেকে চার লেনের সুবিধায় গাড়িগুলো এলেঙ্গায় পৌঁছে দুই লেনে চাকা ফেলার পরই আটকে যেতো।
এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হতো এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের ১৩ কিলোমিটার সড়কে। যানজট থেকে মুক্তির জন্য এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১৩ দশমিক ছয় কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেয় সরকার। আব্দুল মোনেম লিমিটেড নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাজ ২০২১ সালের ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়।