সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার দ্বিগুণের বেশি। এরপরও বাজারটিতে বেড়েছে প্রধান মূল্যসূচক। আর লেনদেন হয়েছে পাঁচশ কোটি টাকার বেশি। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ডিএসইতে পাঁচশ কোটি টাকার বেশি লেনদেন হলো। ডিএসইতে মতো অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে মূল্যসূচক। সেইসঙ্গে এ বাজারটিতেও দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে বেশি প্রতিষ্ঠান। অবশ্য দুই বাজারেই দাম বাড়ার থেকে কমার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান।
এদিন লেনদেন শুরুর দিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে লেনদেনের সাত মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৬ পয়েন্ট কমে যায়। লেনদেনের পুরো সময়জুড়েই দরপতনের তালিকা বড় থাকে। এরপরও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৫২ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১১টির। আর ১৭১টির দাম অপরবর্তিত রয়েছে।