শীতে স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়ে

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৫:৪০

শীতকালে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে- মানুষের রোগ-বালাই নিয়ে যারা গবেষণা করেন, তারা এমনটাই জানিয়েছেন। কারণ শীতের সময় সকালে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করা, বাথরুমে হঠাৎ ঝরনা ছেড়ে দেওয়ার প্রবণতা আমাদের অনেকেরই রয়েছে। আর এসবই হলো স্ট্রোকে আক্রান্ত হওয়ার লক্ষণ। বাথরুমে গিয়ে স্ট্রোক হয়েছে- এমন খবর প্রায়ই আসে। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। তাই শীতকালে আমার এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। সাধারণত রক্তনালির দুর্ঘটনায় মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে তাকেই বলা হয়ে থাকে স্ট্রোক। তবে এটা যে কারও ক্ষেত্রে যে কোনো সময় হতে পারে।


স্টোকের লক্ষণ : শরীরের কোনো একদিকে দুর্বল বোধ করা বা শরীরের কোনো একদিক নাড়াতে না পারা, হাতে-পায়ে অবশ ভাব, মুখ একদিকে বেঁকে যাওয়া, প্রচণ্ড মাথাব্যথা হওয়া, কথা অস্পষ্ট হয়ে যাওয়া, বমি হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মুখের অসাড়তা, কথা জড়িয়ে যাওয়া, বেসামাল হাঁটাচলা, হঠাৎ খিঁচুনি বা ধপ করে পড়ে যাওয়ার মতো অবস্থা হলে বুঝতে হবে স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us