তারকারা যে দিকে যান, আলোকচিত্রীদের ক্যামেরা ধাওয়া করে তাঁদের পিছনে। নায়ক নায়িকারা কখন শহরে আসছেন, কখন শহর ছাড়ছেন —সব কিছুই তাঁদের হাতের মুঠোয়। এই যেমন লন্ডন থেকে ফিরছিলেন সারা আলি খান। বেশ অনেক দিন পর মুম্বই ফিরলেন নায়িকা। এত দিন পরে তাঁকে দেখে ছবি না তুলে কি থাকা যায়? \
পরনে ছিল সাদা ক্রপ টপ। নীল রিপ্ড জিন্স। আর কাঁধে মানানসই ব্যাগ। সারাকে দেখাচ্ছিল বেশ অন্য রকম। কিন্তু স্টাইলিশ দেখাতে গিয়েই কিছুটা সমস্যায় পড়তে হল সারাকে। কেন? তাঁর পরনের ওই জিন্স এতটাই ঢিলে যে প্রায় খুলে যাওয়ার জোগাড়। বার বার হাত দিয়ে কোমরে উঠিয়ে রাখছিলেন তিনি। শেষে ক্যামেরার সামনে লজ্জা ঢাকতে হাতে প্যান্ট ধরেই ছুটলেন গাড়ির দিকে। ভাল করে ক্যামেরার সামনে পোজ়ও দিতে পারলেন না সারা।