শীতে বার্ন ইনস্টিটিউটে অতিরিক্ত রোগী, ঢামেক এইচডিইউ প্রস্তুত

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৪:০৬

কয়েকদিন ধরে দেশজুড়ে তীব্র শীতের কারণে বার্ন দুর্ঘটনার রোগির সংখ্যা হু হু করে বেড়ে গেছে। এতে আইসিইউ, এইচডিইউতে রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।


তাই পুনরায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের কোভিড শিশু পেডিয়াটিক এইচডিইউতে সাধারণ বার্ন রোগীদের রাখার সিদ্ধান্ত হয়।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে এমন সিদ্ধান্ত হয়।


ইনস্টিটিউট সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন ও ঢামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক পুনরায় এইচডিইউ পরিদর্শনের পরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এ ১৪ বেডের এইচডিইউটি পেডিয়াট্রিক শিশু কোভিড ইউনিট ছিল।


ডাক্তার সামন্ত লাল সেন বলেন, তীব্র শীতের কারণে বার্ন রোগীদের সংখ্যা বেড়ে যায়। ঢাকা শহরসহ সারাদেশ থেকে বিভিন্ন কারণে বার্ন রোগীরা ইন্সটিটিউটে ভর্তি হতে থাকে। সাধারণ সময় রোগী যদি ১০ জন ভর্তি হতো, তা বেড়ে এখন প্রতিদিনই ৩০ থেকে ৩৫ জনকে ভর্তি করানো হচ্ছে। এ কারণে রোগীদের আইসিইউ, এইচডিইউ দিতে কিছুটা সমস্যা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ঢাকা মেডিকেল এলাকায় ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলো | ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)
১ বছর, ১ মাস আগে

ঢাকা মেডিকেলে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে রোগীর মৃত্যু

ডেইলি স্টার | ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)
১ বছর, ১০ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us