রাজধানীর গুলশান-২ নম্বরের একটি স্পা সেন্টার থেকে পড়ে এক তরুণীর মৃত্যুর ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) গুলশান-২ নম্বর ৪৭ রোডের ২৫ নম্বর আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।
অভিযান চলাকালে ভবনটির চারতলায় থাকা একটি স্পা সেন্টারের দুই কর্মী পালিয়ে যাওয়ার জন্য লাফ দেন। এর মধ্যে ওই তরুণী মারা যান, আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় ডিএনসিসির পক্ষ থেকে গুলশান থানায় দায়েরকৃত মামলায় স্পা সেন্টারের মালিক, ব্যবস্থাপক ও স্পা সেন্টারের ফ্ল্যাটের মালিককে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, স্পা সেন্টারের মালিক হাসানুজ্জামান ওরফে হাসান, তার স্ত্রী ও স্পা সেন্টারের ম্যানেজার সাইনুর আক্তার পায়েল ও ফ্ল্যাটের মালিক এটিএম মাহাবুবুল আলম।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব।