আগেই আভাস ছিল, জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তির মেয়াদ বাড়ছে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ক্যাবরেরার চুক্তি ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আরও এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বুধবার ক্যাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে বলে ঘোষণা দিয়েছেন বাফুফের সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
নতুন চুক্তি অনুযায়ী, ক্যাবরেরা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এক ভিডিওবার্তায় কাজী নাবিল আহমদে বলেছেন, ‘ক্যাবরেরা এক বছর ধরে বাংলাদেশ ফুটবলের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আলোচনা করে আমাদের ন্যাশনাল টিমস কমিটি সিদ্ধান্ত নেয় এক বছর চুক্তি বাড়াতে। তার কাছে আমরা একটা চুক্তিপত্র পাঠিয়েছিলাম। আমাদের উভয়পক্ষের সেই চুক্তিতে সই করা হয়ে গেছে।