ফেনীর সোনাগাজী উপজেলায় শেখ ফারুক (৫০) নামের চেক ডিজঅনার মামলায় পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। ফারুক সোনাগাজী পৌরসভার চর গণেশ এলাকার শেখ জামশেদ আলমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালে শেখ ফারুকের বিরুদ্ধে তিন লাখ টাকা আত্মসাৎ ও চেক প্রতারণার অভিযোগে ফেনীর আদালতে মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের পর জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ শুনানি শেষে গত বছরের ডিসেম্বরে আদালত শেখ ফারুকের পাঁচ মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেন।