You have reached your daily news limit

Please log in to continue


পেরুর বিক্ষোভ: একদিনে ১৭ জন নিহত

আগাম নির্বাচন ও কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর মুক্তির দাবিতে গত কয়েক মাস থেকে অশান্ত দক্ষিণ আমেরিকার দেশ পেরু। তবে গত কয়েক দিন ধরে বিক্ষোভের উত্তাপ ক্রমশ বাড়ছে।

পেরুর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত মঙ্গলবার (১০ জানুয়ারি) ১৭ জন নিহত হয়েছেন। চলমান বিক্ষোভ-আন্দোলনে গতকালই সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের মৃত্যু হয়েছে। এদিকে একইদিনে আহত হয়েছেন আরও ৬৮ জন বিক্ষোভকারী।

সরকারবিরোধী এই বিক্ষোভে এখন পর্যন্ত ৩৯ জনের প্রাণহানি হয়েছে।

দক্ষিণ পেরুর পুনো অঞ্চলের টিটিকাকা হ্রদের তীরের নিকটবর্তী শহর জুলিয়াকাতে সংঘর্ষ চলাকালীন এ হতাহতের ঘটনা ঘটে। পুনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হেনরি রেবাজা রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেল টিভি পেরুকে জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত দুই কিশোর রয়েছে।

রেবাজা পেরু টিভিকে আরও বলেছেন, জুলিয়াকার বিমানবন্দর থেকে ২৮ জন আহত পুলিশ কর্মকর্তাকে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

পুনোর আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক ইসমায়েল কর্নেজো স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানিয়েছেন, কিছু মরদেহের গায়ে বুলেটের ক্ষত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন