ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাজা চা। প্রতিনিয়ত রাজা মামার চায়ের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে মানুষ এ স্টলে ভিড় জমাচ্ছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সরেজমিন দেখা যায়, তার স্টলের সামনে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। কেউ এ চায়ের স্বাদ নিচ্ছেন কেউবা আবার চায়ের স্বাদ নিতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
তার আসল নাম আজহার উদ্দিন। বসয় ৪৩ বছর। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওধার গ্রামে। তার বাবার নাম আলীম উদ্দিন। ছোটবেলা থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ এ অবস্থায় এসেছেন। অভাবের তাড়নায় একবার দুবাইতেও যান তিনি। ২০১৮ সালে দেশে ফিরে তিনি চায়ের ব্যবসা শুরু করেন। বর্তমানে সারাদেশে তার ১৮টি শাখা রয়েছে। ভবিষ্যতে নারায়ণগঞ্জের চাষাড়াতেও চায়ের একটি শাখা দেওয়ার চিন্তা রয়েছে। রাজা চা বিক্রি করে তিনি এতেই জনপ্রিয় হয়েছেন যে, তার সঙ্গে সেলফি তুলতে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন।