চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল’। ঢাকার বহুল আলোচিত হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি বানিয়েছেন তিনি। বছর চারেক আগে যখন প্রথমবার এটি সেন্সর বোর্ডে দেখানো হয়, তখন প্রশংসার সঙ্গে ছাড়পত্রও দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ডের সদস্যরা।
কিন্তু অজ্ঞাত কারণে ‘শনিবার বিকেল’র গণেশ উল্টে যায়। ছাড়পত্র নয়, বরং নিষিদ্ধ হয়েই সেন্সর বোর্ডে পড়ে থাকে ছবিটি। বছরের পর বছর যায়, ফারুকী ও সতীর্থরা নানাভাবে আবেদন করে যাচ্ছেন। কিন্তু ফল কিছুই হয় না। বিষয়টি নিয়ে কেউ মুখও খুলছেন না। এদিকে একই ঘটনা নিয়ে ভারতে নির্মিত একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি। যেটার নাম ‘ফারাজ’। এই খবর শুনে আরও বেশি হতাশ ও ক্ষুব্ধ ফারুকী।