শিশু তার জন্মের শুরুতেই মাকে জানিয়ে দেয় তার চাওয়া-পাওয়ার সংবাদ। সে তার ভূপৃষ্ঠে আগমনে এমনভাবে তৈরি হয়ে আসে যে সে আকারে-ইঙ্গিতে বা সংকেতের মধ্য দিয়ে জানিয়ে দেয় তার কী দরকার। ভূপৃষ্ঠে জন্মের পরপরই কিন্তু একটি শিশু খুব দ্রুততার সঙ্গেই নিজেকে খাপ খাইয়ে নিতে শুরু করে।
যেসব মা-বাবা শিশুকে তার মতো করে গড়ে উঠতে সাহায্য করেন, সেই সব শিশুই বড় হয়ে নিজের, সমাজের তথা দেশ-জাতির জন্য অবদান রাখে বেশি। যেসব শিশু জন্মের শুরুতে সোনার চামচের সঙ্গে পরিচিত হয়, তারা নিজেদের সুযোগ-সুবিধা ছাড়া অন্য কিছু অনুভব করা বা বোঝার ক্ষমতা, দক্ষতা অর্জন করতে পারে না। ফলে সমাজে এরা বড় হয়ে যখন দায়িত্বশীল হয়, সেটা একান্তই ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে।