স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই। তবে বিএনপির গণ-অবস্থানের নামে কোনো জনদুর্ভোগ সহ্য করা হবে না।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার স্মৃতি ধারণ ও প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর স্মৃতি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘মুজিব কর্নার’ স্থাপন করে ডিএমপি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি, কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটে। মন্ত্রী আরও বলেন, গণ-অবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তাবাহিনী তা প্রতিহত করবে।