রাঙ্গামাটিতে ফায়ারিং প্রশিক্ষণে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

বার্তা২৪ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১৫:২০

রাঙামাটিতে বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে ফায়ারিং স্পটে সিএমপির ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।


মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে ফায়ারিং স্পটে এ ঘটনা ঘটেছে।


ঘটনাস্থ‌লে উপ‌স্থিত প্রশিক্ষণের টিম লিডার সহকারী ক‌মিশনার ডি‌বি প‌শ্চিম, সিএমপি ‌মোঃ তা‌রেক আ‌জিজ ও কাউখালী থানার অ‌ফিসার ইনচার্জ পার‌ভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার ক‌রে‌ছেন।


পু‌লিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এক‌টি টিম বা‌র্ষিক ফায়ার প্রশিক্ষণের জন্য আজ সকা‌লে বেতবু‌নিয়া পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টা‌রে আ‌সে। তারা যথা‌ নিয়‌মে ফায়া‌রিং প্রশিক্ষণও শুরু ক‌রে। চট্টগ্রাম পু‌লিশ লাইন‌সের‌ নারী কন‌স্টেবল নার‌গিছ আক্তার(৬১৫১) ফায়া‌রিং শুরু কর‌লে হঠাৎ মাথা ঘুরে প‌ড়ে গে‌লে তার হা‌তে থাকা অ‌স্ত্রও ঘু‌রে যায়। এ‌তে তার হা‌তে থাকার অ‌স্ত্রের গু‌লি‌তে চট্টগ্রা‌মের পাহাড়তলী থানার নারী কন‌স্টেবল মিনুআরা,(৪৭০৮) বাক‌লিয়া থানার কন‌স্টেবল অ‌ভি বড়ুয়া (৫১২৬) ও সুমন (৪৪৯৩) শরী‌রের বি‌ভিন্নস্থা‌নে গু‌লি‌বিদ্ধ হয়। তা‌দের উদ্ধার ক‌রে চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us