জিদানকে অপমানের পর ক্ষমা চাইলেন ফরাসি ফুটবল প্রধান

সমকাল প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১২:০৬

তার এক কথায় রীতিমত আগুন ধরে গিয়েছিল ফরাসি ফুটবলে। জিনেদিন জিদানের মতো কিংবদন্তিকে অপমান, কিছুতেই মেনে নিতে পারেননি দেশের ফুটবল সমর্থক থেকে খেলোয়াড়েরা। ভীষণ সমালোচিত হন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি লে গ্রেট।


অবশেষে ক্ষমা চাইলেন ফরাসি ফুটবল প্রধান। তিনি বলেন, 'যা হয়েছে আসলে ভুল বোঝাবুঝি। আমি এর জন্য ক্ষমা চাই। কারণ তাকে একজন খেলোয়াড় এবং কোচ হিসেবে আমি যতটা মূল্যায়ন করি, কথায় তার প্রতিফলন দেখা যায়নি।'


ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতানো জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়েছিলেন ২০২১ সালে। এরপর আর কোনো দলের দায়িত্ব নেননি এই কিংবদন্তি। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচ হবেন তিনি। তবে দিদিয়ের দেশ্যমকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব দেওয়ায় ফ্রান্সের কোচ হওয়ার দরজা আপাতত বন্ধ হয়ে গেছে জিদানের জন্য।


জিদান কোচ হিসেবে এফএফএফের বিবেচনায় ছিল না এতটুক পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু দেশটির ফুটবলের সর্বোচ্চ কর্তা লে গ্রেট কিংবদন্তি জিদানকে এক প্রকার তুচ্ছ-তাচ্ছিল্যই করেছেন। ফ্রান্সের আরএমসি রেডিওতে সাক্ষাৎকারে জিদান প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার তাতে মাথাব্যথা নেই (জিদান ব্রাজিলের কোচ হলে)। তার যেখানে ইচ্ছা সে যেতে পারে। আমি খুব ভালো করেই জানি যে, জিদান সবসময়ই রাডারে ছিল (ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে)। তার শুভাকাঙ্ক্ষীরও অভাব নেই। কেউ কেউ তো দেশ্যমের বিদায়ের অপেক্ষায় ছিল… কিন্তু দেশ্যমকে নিয়ে গুরুতর আপত্তি কার থাকতে পারে? কারও নয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us