দেশ ছেড়ে পালানোর চেষ্টা করায় ১১২ জন রোহিঙ্গাকে কারাগারে পাঠিয়েছে মিয়ানমারের একটি আদালত। এদের মধ্যে ১২ জন শিশুও রয়েছে।
দেশটির দক্ষিণ আইয়ারওয়াদি অঞ্চলের বোগালে আদালত ৬ জানুয়ারি সাজা দিয়ে এসব রোহিঙ্গাদের কারাগারে পাঠান। মঙ্গলবার (১০ জানুয়ারি) স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে। খবর- আল জাজিরা।
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সরকারি নথি ছাড়াই ট্রলারে করে পালিয়ে যাওয়ার সময় গত ডিসেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
১২ শিশুর মধ্যে পাঁচ জনের বয়স ১৩ বছরের কম। তাদের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বড় শিশুদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাকি ১০০ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের আদালত- প্রতিবেদনে যোগ করা হয়েছে।
সাজাপ্রাপ্ত মুসলিম রোহিঙ্গারা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে নাগরিক। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় ‘অবৈধ অভিবাসী’ হিসেবে তারা দেশ ত্যাগ করতে চেয়েছিলেন।