টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১৯:১৮

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাসিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে।


আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবার কার্ডধারী ১ জন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করবে টিসিবি।


টিসিবি বলছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের এসব পণ্য বিক্রি ১০ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী চলবে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us