কেবল অনলাইনে মনোনয়ন জমা নেওয়ার পরিকল্পনা ইসির

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১৫:২৪

ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আগামীতে নির্বাচনে শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখার পরিকল্পনা করা হচ্ছে। আগামী কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে।


সোমবার (৯ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আহসান হাবিব বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ হিসাবে সারাবিশ্বে পরিচিত। এখন নিজেদের স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল-কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। জনপ্রতিনিধিরা শো-ডাউন দিয়ে মনোনয়ন জমা দেন। অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। খেলার মাঠে খেলোয়াড় নেই তাহলে জিতে লাভ কি? এই চিন্তা-ভাবনা কীভাবে বাস্তবায়ন করবো আইসিটি বিভাগ সেটির একটি প্রেজেন্টেশন দিয়েছে আমাকে। মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয়-সেটি বিবেচনা করা হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৯ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us