গত চার দশকে দেশে সবচেয়ে দ্রুত বিকশিত হয়েছে ইসলামী ধারার ব্যাংকিং। দেশের ব্যাংক খাতের প্রায় ৩০ শতাংশের নিয়ন্ত্রণই এখন শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর হাতে। বিকাশ ও প্রবৃদ্ধির শীর্ষে থাকলেও ইসলামী ধারার ব্যাংকিং বেড়ে উঠেছে কোনো সুনির্দিষ্ট আইন ছাড়াই। দেশে ইসলামী ব্যাংকিং পরিচালিত হচ্ছে শুধু ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংকের জারি করা একটি গাইডলাইন বা নির্দেশিকার ওপর ভর করে।
কেন্দ্রীয় ব্যাংকের বাড়তি নীতিছাড়ে ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন বিনিয়োগকারীরা। আবার বিশেষ ধারার ব্যাংকগুলো ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পেছনে নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের উদার নীতির বড় দায় আছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।