এক বাগান থেকেই ২৫ লাখ টাকার কমলা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:১৮

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলী গ্রামের আবু জাহিদ মো. ইবনুল ইকরাম জুয়েল। গত ১১ বছর আগে কোষারাণীগঞ্জ ইউনিয়নের মালঞ্চা গ্রামে ৩ বিঘা জমির উপরে করেছেন ভারতীয় দার্জিলিং জাতের কমলার বাগান ‘অরেঞ্জ ভ্যালি’। বাগানে আছে আড়াইশ গাছ। অষ্টমবারের মতো চলতি মৌসুমের ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কমলা সংগ্রহ। ১১ বছর আগে চারাগুলো জেলা হর্টিকালচার থেকে প্রতি চারা ৫ টাকা করে কিনেছিলেন তিনি। গত মৌসুমে আড়াইশ গাছ থেকে ১৫ লক্ষাধিক টাকার কমলা বিক্রি করছেন তিনি।


বাগানের গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে বড় বড় কমলা। কমলার ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। এ যেন এক নয়নাভিরাম ও মনমুগ্ধকর দৃশ্য। প্রাকৃতিক পরিবেশে এমন অপরূপ দৃশ্য দেখতে শীতকে উপেক্ষা করে স্থানীয়দের মতো প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসছেন বাগানে। এতে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাগানটি। দেখে অভিভূত ও অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। এসব কমলা বাগানেই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। কমলার বাগানটি হওয়ার ফলে যেমন পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ হচ্ছে; তেমনই বাগন রক্ষণাবেক্ষণে ২৫ জনের হয়েছে কর্মসংস্থান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us