তিন সপ্তাহের বেশি সময় আগে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যাওয়া থাইল্যান্ডের রাজার বড়মেয়ে রাজকুমারী বজ্রকিটিয়াভার জ্ঞান এখনো ফেরেনি বলে শনিবার থাই প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে গত ১৫ ডিসেম্বর তিনি অজ্ঞান হয়ে যান বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
বলা হয়, ‘‘রাজকুমারীর সর্বশেষ অবস্থা বলতে গেলে বলতে হয়, তিনি এখনো অজ্ঞান হয়ে আছেন।
‘‘এ অবস্থায় তার হৃদযন্ত্র, ফুসফুস এবং কিডনির কার্যকারিতা ঠিক রাখতে সহায়তার জন্য চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ এবং যন্ত্রপাতি ব্যবহার করছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”