নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা খাইরুল আনোয়ার। দীর্ঘদিন বিদেশে ছিলেন তিনি। সম্প্রতি দেশে এসেছেন। কিছুদিন পর আবারও পাড়ি জমাবেন প্রবাসে। ছুটির এসময়ে পরিবার-পরিজন নিয়ে এসেছেন বাণিজ্যমেলায়। স্টল ঘুরে দেখছেন তারা। এরই ফাঁকে সবাই মিলে তুলছেন সেলফি। ঘোরাঘুরি স্মরণীয় করে রাখতেই তাদের এ সেলফিবাজি।
খাইরুল আনোয়ার জাগো নিউজকে বলেন, ‘বিদেশে থাকি। অল্প কিছুদিনের জন্য দেশে এসেছি। এরমধ্যে বাণিজ্যমেলা পেয়ে গেলাম। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। দারুণ লাগছে। ঘোরাঘুরি স্মরণীয় করে রাখতে সবাই সেলফি তুলছি।’
শুধু খাইরুল আনোয়ার নন, তার মতো অসংখ্য মানুষ সপরিবারে বাণিজ্যমেলায় ঘুরতে এসেছেন। তারা স্টলে ঘোরাঘুরি, কেনাকাটার বাইরে ছবি তুলে সময় কাটাচ্ছেন। অনেকে ফেসবুক রিল ও টিকটক ভিডিও বানাচ্ছেন। তরুণ-তরুণীরা ঘোরাঘুরির ফাঁকে সেলফি ও ভিডিও করায় বেশি ব্যস্ত। তবে বয়স্করাও সেলফি তোলায় পিছিয়ে নেই।