নারায়ণগঞ্জের ওসমান পরিবারকে ইঙ্গিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা প্রজারা আপনাদের রাজত্ব ও কর্তৃত্ব মেনে নিয়েছি। মেনেই নারায়ণগঞ্জের মানুষ চলছে। আমরা নিরীহ প্রজা, মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে, প্রতিবাদ করার চেষ্টা করি। ছোট ছোট দুঃখ-কষ্ট নিয়ে যখন বড় অনেক কিছু হয়ে যায়, তখন হয়তো অনেক কিছু বলে ফেলি।’
গতকাল শনিবার রাতে নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে সাপ্তাহিক বিষের বাঁশী পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আইভী। যেভাবে চলছে, তাতে নারায়ণগঞ্জের নাম বদলে যেতে পারে বলে মনে করেন তিনি।
আইভী বলেন, ‘আমার তো মনে হয়, ভবিষ্যতে একসময় হয়তো হয়ে যেতে পারে...নারায়ণগঞ্জের রাজধানী কুমিল্লা হয়ে যায় কি না। নামও পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বলে থাকি, নারায়ণগঞ্জের নাম পরিবর্তন হয়ে ওসমান নগরী হলে ভালো হতো।’