খুলনায় করোনা টিকার চতুর্থ ডোজ নিয়েছে ১২ হাজার মানুষ

সমকাল প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৩, ১৯:০৫

খুলনায় করোনাভাইরাসের প্রতিষেধকের চতুর্থ ডোজ দেওয়া শুরু হয় গত বছরের ২০ ডিসেম্বর। ১৯ দিনে টিকা দেওয়া হয়েছে ১২ হাজার মানুষকে। অথচ জেলায় প্রথম ও দ্বিতীয় ডোজের পাশাপাশি তৃতীয় ডোজ নিয়েছেন ১২ লাখ ৫৪ হাজার ব্যক্তি। এ অবস্থায় সংশ্লিষ্টদের টিকা কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।


রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের সভায় এ পরামর্শ দেওয়া হয়। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন সভায় সভাপতিত্ব করেন।


অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, বর্তমানে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের মানুষের পাশাপাশি ৫ থেকে ১২ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। দেশে এ ভাইরাসের নতুন ধরন বি-৭ শনাক্ত হয়েছে। বিদেশ থেকে যাঁরা আসছেন তাঁদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে শীতের কারণে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us