You have reached your daily news limit

Please log in to continue


মেসিকে শুভেচ্ছাবার্তা পাঠাননি তেভেজ

কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের খেলা দেখেননি এমন আর্জেন্টাইন ভক্ত খুঁজে পাওয়া বেশ কঠিন। সেখানে সাবেক কোনো আর্জেন্টাইন তারকা যদি বলেন দেশবাসীর দীর্ঘ আক্ষেপ ঘোচানো এই আসরে খুব একটা চোখ রাখেননি তিনি তবে অবাক হওয়ারই কথা। আলবিসেলেস্তেদের হয়ে দুটি বিশ্বকাপ খেলা কার্লোস তেভেজ দিলেন এমনই চমকে যাওয়া তথ্য। এমনকি মেসিকে শুভেচ্ছাও জানাননি।

১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে যখন সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেন ক্ষুদে জাদুকর, পূর্ণ হয় লাখো আর্জেন্টাইনদের স্বপ্ন। সাবেক ফুটবলারদের আনন্দও ভাঙে বাধ। দেশবাসীর যে আক্ষেপ তারা ঘুচাতে চেয়েছিলেন মেসির দলের হাত ধরে তার অবসান হওয়াতে মেসিকে অভিনন্দন জানাতে পিছপা হননি কেউই। কিন্তু তেভেজ যেন ভিন্ন গ্রহের মানুষ।

মেসিকে শুভেচ্ছাবার্তা না পাঠানোর পিছনে অদ্ভুত এক যুক্তি দিলেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা, 'মেসিকেও কিছু (শুভেচ্ছাবার্তা) লিখিনি আমি কারণ (অসংখ্য শুভেচ্ছাবার্তায়) তার ফোন নিশ্চিতভাবেই ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। তবে আমার বাচ্চারা তার গোলগুলো উদযাপন করেছে যেটা আমাকে খুবই আনন্দিত করেছে।'

কিন্তু যেই ফ্রান্সকে হারিয়ে পরম অরাধ্য শিরোপা জিতেছে আর্জেন্টিনা, তাদের খেলা ঠিকই দেখেছেন সাবেক এই স্ট্রাইকার! আর্জেন্টাইন গণমাধ্যম রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, 'কাতার বিশ্বকাপে খুব একটা চোখ রাখিনি আমি। কিন্তু ফ্রান্সের খেলা অনেক দেখেছি, কারণ এটা এমন একটা দল যাদের আমি পছন্দ করতাম।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন