শুরু হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএফএফ) উৎসবের ২১তম আসর। শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠছে এই উৎসবের। নয় দিনব্যাপী চলবে উৎসবটি।
নয় দিনে দেখা যাবে ৭১ দেশের প্রায় আড়াই শতাধিক সিনেমা। ১০টি বিভাগে সারাবিশ্বের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বলে জানিয়েছেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।
জানা গেছে, ১৪ জানুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এই ছবিগুলোর প্রদর্শন শুরু হবে। এদিন বিকেল ৫টায় প্রদর্শিত হবে সিনেমা ‘জেকে ১৯৭১’।