অ্যালিসনের ‘শিশুতোষ’ ভুল, অফসাইড বিতর্কে হার এড়াল লিভারপুল

সমকাল প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৩, ১১:১২

লিভারপুল কোচ জার্গেন ক্লপের কাছে ফুটবল বিশ্লেষক ও ভক্তদের আর্জি- নতুন মিডফিল্ডার সাইন করান। ইনজুরি জর্জরিত দল তার। মিডফিল্ডাররা নিয়মিত খেলতে পারছেন না। যার প্রভাব পড়ছে মাঠে। বিশ্বকাপের আগে বাজে খেলেছে অলরেডসরা। বিশ্বকাপের পরে শুরু হওয়া লিগে ব্রেন্টফোর্ডের কাছে হেরে টপ ফোরের লড়াই কঠিন করেছে। এবার এফএ কাপের থার্ড রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-২ গোলের সমতা করেছে লিভারপুল। 


ওই সমতাও কুড়িয়ে পাওয়া। ম্যাচের ৮০ মিনিটে উলভস গোল করে জয়ের উল্লাসে ভাসে। কিন্তু রেফারি ওই গোল বাতিল করে দেন অফসাইডের কারণে। যা নিয়ে হচ্ছে সমালোচনা। ভিএআর, অফসাইড প্রযুক্তি নিয়ে নতুন করে ভাবার কথা উঠছে। অবশ্য রেডসদের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার শিশুসুলভ এক ভুল না করলে ম্যাচ পক্ষে থাকতে পারতো লিভারপুলের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us