জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, একজন সরকারি কর্মকর্তা অবসরে যাওয়ার তিন বছরের মধ্যে নির্বাচনে অংশ নিতে পারেন না। তবে রাজনীতিতে অংশ নেওয়ার বিষয়ে কিছু বলা নেই।
অন্যদিকে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতি করা যাবে কি না, এ বিষয়ে সরকারি চাকরি আইন, ২০১৮-তে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এসব বিষয় নতুন করে সামনে এসেছে জনপ্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব থেকে মাত্রই অবসরে যাওয়া কবির বিন আনোয়ারের দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘটনাটি।