দুদিন উত্থান আর তিনদিন সূচকের পতনের মধ্য দিয়ে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। নতুন বছরের এ সপ্তাহে সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ৩২৮ কোটি ৭ লাখ ৯৭ হাজার ৬৮৬ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
গত সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৯৩৬ কোটি টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ৩২৮ কোটি টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা দেখা গেছে।