দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় গতকাল শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে টানা তিন দিনের মতো শৈত্যপ্রবাহ বইছিল দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে। আরো ৯টি জেলা ও অঞ্চলে গতকাল তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে দেশের বেশির ভাগ জেলায় তীব্র শীত বিরাজ করছে। শীতের সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।,
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বাদে দেশের প্রায় সব জেলায় তীব্র শীত বিরাজ করছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৯ ডিগ্রি সেলসিয়াস। টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হলো জেলাটিতে। দেশের ৯ জেলা ও অঞ্চলে তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। এদিকে দ্রুত কমছিল বরিশাল অঞ্চলের তাপমাত্রা। বরিশাল বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।,