আইপ্যাড মিনির বাজারজাত নিয়ে ২০২২-এ অনেক গুঞ্জন উঠেছে। নতুন বছরেও আলোচনা চলছে। নতুন প্রসেসর যুক্ত করার মাধ্যমে আপডেটের কাজ করছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বাজার বিশ্লেষকদের ধারণা ঠিক হলে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আইপ্যাড মিনি বাজারে আসবে। খবর দ্য ভার্জ।
আইপ্যাড মিনির নির্মাণাধীন নতুন সংস্করণের খবর জানিয়েছেন বাজার বিশ্লেষক মিং চি কুও। অ্যাপলের সঙ্গে সরাসরি জড়িত না হলেও অ্যাপলের ভেতরের খবর রাখার জন্য তার আলাদা পরিচিতি রয়েছে।
আইপ্যাড মিনির নতুন সংস্করণ নিয়ে কুওর ভবিষ্যদ্বাণী, নতুন নকশায় ২০২৩ সালেই বাজারে আসতে পারে ডিভাইসটি। যদি অ্যাপল ব্যবসায়িক কৌশল পাল্টায় বা বড় কোনো জটিলতা দেখা দেয় তাহলে তা ২০২৪ সালের প্রথমার্ধে গড়াবে।