You have reached your daily news limit

Please log in to continue


লামার ম্রোপাড়ার জন্য নববর্ষের 'উপহার'

খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন পেরোতে না পোরোতেই গভীর রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন ম্রোপাড়ার ম্রো বসতি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে চালানো হয় লুণ্ঠন ও ব্যাপক ভাঙচুর; লন্ডভন্ড করা হয় ঘরবাড়ি। লামার রেংয়েন ম্রোপাড়ার বাসিন্দাদের জন্য ২০২৩ সাল বিরাট ক্ষত নিয়েই শুরু হলো।

মধ্যরাতে ঘুমন্ত মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, তাণ্ডব চালানো- এসবই পূর্বপরিকল্পিত; সন্দেহ নেই। গ্রামপ্রধান রেংয়েন কারবারী বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা আনুমানিক রাত ১টায় ট্রাকে করে গ্রামে আসে। তারা ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়; ভাঙচুর ও লুটপাট শুরু করে। পাড়াবাসী জান বাঁচাতে কোনোমতে ঘর থেকে বের হয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। রেংয়েন কারবারী আরও জানান, লামা রাবার ইন্ডাস্ট্রিজের সন্ত্রাসীরাই এ হামলা চালিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন