ট্যুরিস্ট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গিয়ে ভিসার মেয়াদের বেশি সময় অবস্থান করলে ৩০০ দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হবে। এক্ষেত্রে বিমানবন্দর ও স্থলসীমান্তের অভিবাসন অফিস থেকে ‘আউট পাস’ বা ‘লিভ পারমিট’ সংগ্রহ করতে হবে। খবর: খালিজ টাইমস’র।
কয়েকদিন ধরে এমন জরিমানা আদায় করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)। আগে ভিজিট ভিসায় দুবাই গেলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ১০ দিনের সৌজন্যমূলক বাড়তি সময় দেওয়া হতো। এখন তা দেওয়া হচ্ছে না।
এ ছাড়া অনেকে ট্যুরিস্ট ভিসায় দুবাই ও অন্যান্য শহরে গিয়ে কাজ খুঁজে নেন। পরে সেখানে থাকার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করেন। কয়েকদিন ধরে এ সুযোগও দেওয়া হচ্ছে না।
ভারতের নাগরিক রঞ্জিত রৌত্রে দুই মাসের ভিজিট ভিসায় আরব আমিরাতে গিয়েছেন। ব্যক্তিগত প্রয়োজনে তাঁর ভিসার মেয়াদ দুদিন বাড়াতে হলে রঞ্জিতের শ্যালক অনলাইনে বাড়তি অবস্থানের জন্য জরিমানার অর্থ পরিশোধ করেন। এরপর তাকে ইমিগ্রেশনে গিয়ে লিভ পারমিটের জন্য ২৪০ দিরহাম জরিমানা গুনতে হয়।