প্রচারণার অভাবে পর্যটন শিল্প এগোচ্ছে না: পর্যটন প্রতিমন্ত্রী

সমকাল প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১৮:৩১

দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারণা না পাওয়ায় পর্যটন শিল্প যে হারে প্রসারিত হওয়া কথা, তা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি দেশের দর্শনীয় স্থানের বৈচিত্র্য ও সৌন্দর্য সকল মাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান পর্যটন স্থানগুলোর পাশাপাশি এ অঞ্চলের কুতুবদিয়া, মহেশখালীর সৌন্দর্য গণমাধ্যমে তুলে ধরতে হবে। একইসঙ্গে সেন্টমার্টিন দ্বীপের প্রবালসহ প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন রেখে পর্যটন কার্যক্রম পরিচালনা করতে হবে।অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাহাজে করে হজযাত্রী প্রেরণ বিশ্বে দেশীয় পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করবে।মাহবুব আলী বলেন, দেশে প্রায় সতেরশ পর্যটন স্পট রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us