গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ জন বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোর নাম মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নয়, এ ধরনের সিদ্ধান্ত সরকার ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নিতে পারে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী তৌফিক ইনাম টিপু এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান।
২০১৬ সালে গেজেটেড তালিকা থেকে ২২ জন বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। জামুকার এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।