নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লিগামী বিমানে এক নারী সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি গত ২৬ নভেম্বর ঘটেছিল। তবে সেটি সামনে আসে ওই নারীর অভিযোগের পর।
শেখর মিশ্র (৩৮) নামে ওই যুবক একজন ব্যবসায়ী। তিনি মুম্বাইতে থাকেন। জানা গেছে, অভিযুক্ত যুবক এ কাণ্ড ঘটানোর সময় মত্ত অবস্থায় ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
তার বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ করেন ওই নারী। এ কারণে তাকে ৩০ দিনের জন্য বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি শেখর মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০নং ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত মেয়াদের জন্য জেলে যেতে হতে পারে।
ভুক্তভোগী সহযাত্রী পুরো ঘটনা জানিয়ে টাটার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে একটি চিঠি লেখেন। এর পর ঘটনার তদন্ত শুরু করে এয়ার ইন্ডিয়া।