ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না অনেক দিন। দুই দলের মুখোমুখি লড়াই দেখার জন্য এখন ভরসা শুধু এশিয়া কাপ ও আইসিসির প্রতিযোগিতা। গত বছর এই দুই প্রতিযোগিতা মিলিয়ে মোট তিনবার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বি দল দুটি। নতুন বছরের শুরুতেই জানা গেল, এ বছর আবারও মুখোমুখি হবে তারা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বৃহস্পতিবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন।
২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতা এবং তার ক্যালেন্ডার প্রকাশ করেন জয় শাহ। সেখানেই দেখা যায় এ বছরের সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। যেখানে ভারত ও পাকিস্তান থাকবে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনো দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে।
অপর গ্রুপের তিন দল- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে আসরটি কোথায় আয়োজিত হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।