ফ্রিতে হইহই করে ছুটবে 5G! এই ফোনগুলিতে আপডেট পাঠাল Motorola

এইসময় (ভারত) প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১২:৩৫

ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে Jio True 5G পরিষেবা। কিন্তু এতদিন বেশিরভাগ Motorola ফোনে 5G ব্যবহার করতে পারছিলেন না Reliance Jio গ্রাহকরা। Jio-র স্ট্যান্ড অ্যালন 5G প্রযুক্তি সাপোর্টের জন্য বিভিন্ন ফোনে ব্যান্ড আনলক করল জনপ্রিয় স্মার্টফোন সংস্থাটি। এর ফলে কোম্পানির একাধিক ফোনের গ্রাহকরা ফোন থেকে Jio-র হাই স্পিড 5G নেটওয়ার্ক ব্যবহার শুরু করতে পারবেন। এই জন্য এক টাকাও অতিরিক্ত খরচ করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপডেট ইনস্টল করে 4G রিচার্জেই 5G ব্যবহার করা যাবে।


বিশ্বে যে সংস্থাগুলি প্রথমদিকে 5G সাপোর্টেড ফোন লঞ্চ করেছিল তাদের মধ্যে অন্যতম Motorola। বিভিন্ন দামে কোম্পানির একাধিক ফোনে রয়েছে 5G সাপোর্ট। ভারতে মোট 13টি ব্যান্ডের মাধ্যমে 5G কানেক্টিভিটি পাবেন টেলিকম গ্রাহকরা। বিভিন্ন টেলিকম সংস্থা এই ব্যান্ডগুলি ব্যবহার করবে। Motorola - র 5G ফোনগুলিতে এই 13টি ব্যান্ডই সাপোর্ট থাকছে। অর্থাৎ Motorola-র 5G ফোনের মাধ্যমে ভারতের সব নেটওয়ার্কেই 5G ব্যবহার করা যাবে। এবার Jio True 5G সাপোর্টের জন্য ব্যান্ড আনলক করে কোম্পানির একাধিক স্মার্টফোনে আপডেট পাঠাল সংস্থাটি।


Motorola Edge 30 Ultra, Motorola Edge 30 Fusion, Moto G62 5G, Motorola Edge 30, Moto G82 5G, Motorola Edge 30 Pro, Moto G71 5G, Moto G51 5G, Motorola Edge 20 ও Motorola Edge 20 Fusion ফোনে আপডেট ইনস্টল করে 5G ব্যবহার করতে পারবেন Jio গ্রাহকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us