চীন ২০২৩ সালের রোববার (৮ জানুয়ারি) থেকে সব অবমুক্ত করে দিচ্ছে। ঐ দিন থেকে চীন তার সকল সীমান্ত পুনরায় খুলে দেবে এবং "জিরো-কোভিড" নীতি থেকে বেরিয়ে আসবে।
চীনের স্বাস্থ্য কমিশন এক ঘোষণায় এ কথা জানিয়ে বলেছে, সীমানা পুনরায় খুলবে এবং ৮ জানুয়ারি করোনভাইরাস সংক্রমণের বিস্তার রোধ করার জন্য গৃহীত কোয়ারেন্টাইন ব্যবস্থা পরিত্যাগ করবে। তারা কঠোর "জিরো-কোভিড" নীতি থেকে সম্পূর্ণ বের হয়ে আসছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, দেশি ও বিদেশি এবং চীনা নাগরিক উভয়ই ভ্রমণের ৪৮ ঘন্টা আগে কোভিড-১৯ নেগেটিভ পরীক্ষার আর প্রয়োজন পড়বে না।