অল্পবয়সি ও মধ্যবয়সি কর্মক্ষম মানুষের মধ্যে গলার ক্যানসার বেড়ে চলায় চিকিৎসকেরা উদ্বিগ্ন। সিগারেট, হুকা, পানমশলা, গুটখা, খৈনি খাওয়ার অভ্যাসই এই প্রকার ক্যানসারের অন্যতম প্রধান কারণ।
বহু ক্ষেত্রে মানুষ অনেক পরে জানতে পারেন এই ক্যানসারের কথা। তখন আর সময় থাকে না রোগীকে সুস্থ করে তোলার।