আলোচিত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে আরও ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
গাজীপুর থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাড়ে ২০ কিলোমিটারের এই অবকাঠামো প্রকল্পে এডিবির এই ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে পরিশোধ করা যাবে।
সোমবার বিআরটি প্রকল্পের ঋণ সহায়তাসহ এডিবির সঙ্গে মোট তিনটি ঋণ চুক্তি সই হয়েছে।
অন্য চুক্তি দুটি হচ্ছে- তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন সুবিধা প্রকল্প। এই প্রকল্পের ঋণে দুটি অংশ রয়েছে। এর মধ্যে নমনীয় সুদে ১ কোটি ৬০ লাখ ডলার এবং নিয়মিত সুদে ২৬ কোটি ২৩ লাখ ডলার। উভয় ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে পরিশোধযোগ্য।